পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বরগুনা জেলাধীন বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) বিকালে বিবিচিনি ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা পুলিশ সুপার মোঃ আব্দুস ছালাম।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেতাগী পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী অফিসার সুহৃদ সালেহীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম পিন্টু, বিবিচিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নওয়াব হোসেন নয়ন ও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার আব্দুস ছালাম তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।
তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান।
এবি