পিরোজপুরঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালি গ্রামে একটি পারিবারিক কবরস্থানের নাম ফলক ভাঙচুরের ঘটনা ঘটে। কবরস্থানটি আজিজাবাদ দরবার শরীফের মাঠের পাশে স্থানীয় মোতালেব খানের (৫৫) নিজস্ব পারিবারিক কবরস্থান। নাম ফলক ভাঙচুরের অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই আব্দুল লতিফ খানের (৬২) বিরুদ্ধে। অভিযুক্ত আব্দুল লতিফ খান উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত ফজেল করিমের ছেলে।
বুধবার (০৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে ভুক্তভোগী মোতালেব খান থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
মোতালেব খান বলেন, কবরস্থানটি পৈতৃক সূত্রে পাওয়া আমার নিজস্ব সম্পত্তি, ১৯৯৫ সাল থেকে ভোগ দখল করে আসছি, এটি কয়েক দফায় আমার নিজ অর্থায়নে সংস্কার করেছি। সম্প্রতি আমার চাচাতো ভাই আব্দুল লতিফ খান কবরস্থানের জমি ওয়াকফায় দিতে বললে তাতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তার ছেলে বেলায়েত খান (৩১) ও ভাতিজা আনোয়ার হোসেনকে (৩৪) দিয়ে কবরস্থানের গেটে আমার ও আমার বাবার নামের ফলকটি ভাঙচুর করায়। এতে প্রতিবাদ করলে তারা আমাকে অশালীন গালিগালাজ সহ খুন জখমের হুমকি প্রদর্শন করে। ০৮ ফেব্রুয়ারি, বুধবার এ বিষয়ে আমি থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
অভিযুক্ত আব্দুল লতিফ খান জানান, কবরস্থানের জমিটি আমাদের ফুফুর দানকৃত সম্পত্তি। এখানে সকলের সমান অধিকার রয়েছে কিন্তু মোতালেব নিজস্ব সম্পত্তি দাবি করে তাই তার সাথে বিবাদ সৃষ্টি হয়, তার নামের ফলকটি সরিয়ে নিতে বললে তিনি সরিয়ে নেয়নি বিদায় সেটি ভেঙে ফেলা হয়েছে এবং নতুন নাম ফলক (পারিবারিক কবরস্থান লেখা) তৈরি করা হয়েছে যা অতি সম্প্রতি ওই কবরস্থানের গেটে স্থাপন করা হবে।
স্থানীয় হাকিম খান ও হেমায়েত খান বলেন, পূর্বে আমরা জেনে এসেছি এটি মোতালেব খানের কবরস্থান কিন্তু হঠাৎ এ নিয়ে তার চাচাতো ভাইয়ের সাথে বিবাদ শোনা যায়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এবি