1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
মঠবাড়িয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত - mailAsia.News
শনিবার, ১৮ মার্চ ২০২৩, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

মঠবাড়িয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

সংবাদদাতা
  • আপলোড এর সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৭৬ বার দেথা হয়েছে

 

মো. রুম্মান হাওলাদার, মঠবাড়িয়া প্রতিনিধি:
‘নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব,শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মাখন লাল দাস মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সাংবাদিক মজিবর রহমানের সঞ্চালনায় সহকারী কমিশনার ভূমি সাখাওয়াত জামিল সৈকত এর সভাপেিতত্ব এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার ফেরদৌস প্রিন্স, থানার ইন্সেপেক্টর (অপারেশন) আব্দুল কুদ্দুস, সাপলেজা ইউনিয়নের চেয়ারম্যান মিরাজ মিয়া, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, শিশু জন্ম নেওয়ার পরপরই জন্ম নিবন্ধন ও কোনো ব্যক্তি মারা গেলে মৃত্যু নিবন্ধন করা জরুরি। নিবন্ধন না থাকলে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবার আশঙ্কা রয়েছে। এ জন্যই সরকার জন্ম ও মৃত্যুর নিবন্ধনের ব্যবস্থা করেছেন। এ সময় সবাইকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের আহ্বান জানান তারা।

সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার ভূমি সাখাওয়াত জামিল সৈকত বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন- ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করলে তা কোন ধরনের চার্জ ছাড়াই সর্ম্পূন ফ্রিতে করা যায়। ভবিষ্যতে সরকারি-বেসরকারি সকল সেবায় ভোটার আইডি কার্ডের পাশাপাশি জন্ম নিবন্ধনও বাধ্যতামূলক হবে সেদিন বেশি দূরে নয়। এখন ইউনিয়ন পরিষদে গিয়ে খুব সহজেই অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন করা যায়। সুনাগরিক হিসেবে আপনার আমার কর্তব্য হচ্ছে শিশু জন্মের সাথে-সাথে জন্ম নিবন্ধন করা। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত হবে সেবা গ্রহিতাদের এতে আন্তরিকতার সাথে সহায়তা করা। যাতে এ নিবন্ধন করতে এসে কেউ হয়রানির শিকার না হয়। আমরা আমাদের দায়িত্বে প্রতি দায়িত্বশীল হলেই সরকারের বিভিন্ন সেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিতে পারব।
এসময় উপস্থিত ছিলেন সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন সদর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন, পৌর সচিব হারুন অর রশিদ সহ সরকারি বিভিন্ন দফতর প্রধান, বিভিন্ন ইউনিয়নের সচিববৃন্দ, সাংবাদিক ও সুধী সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

News Desk/ WE

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD