1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
মঠবাড়িয়ায় পাওনা টাকা ফেরত পেতে লন্ডন প্রবাসীর অভিযোগ - mailAsia.News
শনিবার, ১৮ মার্চ ২০২৩, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

মঠবাড়িয়ায় পাওনা টাকা ফেরত পেতে লন্ডন প্রবাসীর অভিযোগ

সংবাদদাতা
  • আপলোড এর সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২০২ বার দেথা হয়েছে

মো. রুম্মান হাওলাদার, পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় লন্ডন প্রবাসীর টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে বাদল নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বিরুদ্ধে। পাওনা টাকা ফেরত পেতে ওই প্রবাসী গত বুধবার মঠবাড়িয়া উপজেলা পরিষদে লিখিত অভিযোগ দিয়েছেন।

আজ রবিবার (২১ আগস্ট) স্থানীয় গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন অভিযোগকারী লন্ডন প্রবাসী হারুন-অর-রশিদ।

বাদল আর্মি উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মধ্য সোনাখালী গ্রামের মৃত মজিদ হাওলাদারের পুত্র। অন্যদিকে অভিযোগকারী লন্ডন প্রবাসী ওই একই এলাকার বারেক মোল্লার পুত্র।

অভিযোগে উল্লেখ করা হয়,অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ বাদলের সাথে স্থানীয় স্কুল শিক্ষক আনোয়ার হোসেন মোল্লার সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে লন্ডন প্রবাসীর সাথে পরিচয় হয় বাদলের।ওই প্রবাসীর সরলতার সুযোগে প্রতারনার আশ্রয় নিয়ে বিভিন্ন সময় ০১৭১৫৭৮০৯৪৭ পার্সোনাল বিকাশ নাম্বারে টাকা নেয় বাদল।

চাল কেনার কথা বলে ৩৪ হাজার টাকা, গোখাদ্য কেনার কথা বলে ১ লক্ষ ২০ হাজার টাকা, ছাগল কেনার কথা বলে ১৩ হাজার টাকা এবং ধার বাবদ ১২ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করে সে। এখন এ পাওনা টাকা ফেরত চাইলে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ হুমকি প্রদান করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

বিষয়টি জানতে বাদল আর্মির ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিয়েও কথা বলা সম্ভব হয় নি।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ একটি লিখিত অভিযোগ পেয়েছেন বলে মেইল এশিয়া প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।

 

News Desk/ WE

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD