মো. রুম্মান হাওলাদার, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট হারজী গ্রামে হিন্দু স¤প্রদায়ের একটি বসত বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
শনিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় মঠবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্যে পাঠ করেন স্বপন কুমার বেপারী। এসময় ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট হারজী গ্রামে ব্যাপারী বাড়ির শিবাশীষ বেপারীর পৈত্রিক দ্বিতল কাঠের বসত বাড়িতে প্রতিপক্ষরা পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। গত ২২ আগস্ট সকালে সুব্রত বেপারী, সুভাষ বেপারী ও সজল বেপারী’র নেতৃত্বে বহিরাগত আরও ১৮/২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ওই বাড়িতে জোরপুর্বক প্রবেশ করে ব্যাপক ভাংচুর করে। ঘরের সমস্ত কাঠ ও টিন দুমড়ে মুচড়ে ফেলে। অস্ত্রসহ সন্ত্রাসীরা বাড়ির চারপাশ ঘোরাঘুরি করায় ভয়ে কেউ এগিয়ে আসেনি। পরে আমি ৯৯৯ ফোন দিলে পুলিশ আসার ১৫ মিনিট আগে হামলাকারী ও লুটেরা পালিয়ে যায়। উক্ত ঘরে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল ছিল যা লুট করে নিয়ে যায়। পরে ঝর্না রানী, বিবেক বড়াল ও অজয় কুমার মজুমদার থানায় ভারপ্রাপ্ত ওসির কাছে সমস্ত ঘটনা জানালেও প্রথমে মামলা নিতে অস্বীকৃতি জানায়। পরে পিরোজপুর পুলিশ সুপারকে অবহিত করলে অনেক ঘরিমষি করে আমাদের ড্রাপ বাদ দিয়ে রাতে তারা ড্রাপ করে। সকালে শিবাশীষ এর ছেলে থানায় আসে এবং মামলার ড্রাপ বাদীকে না পড়িয়ে স্বাক্ষর নিয়ে নেয়। পরবর্তীতে আমরা কোর্ট থেকে নথি উঠাই। সেখানে ঘর ভাংচুরের বদলে চুরী লেখা দেখা যায়। আসামিরা প্রকাশ্য দিবালোকে বসতঘর ভাংচুর ও লুটপাট করেও পার পেয়ে যায়। আসামিরা জামিনে এসে মোবাইল ফোনে এখন আমাদের হাত কাটিয়া ফেলার হুমকি দেয়। প্রকাশ থাকে যে শিবাশীষ বেপারী ঘর ভাঙচুর হইতে পারে এই আশঙ্কায় গত ১৪ জুন মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। যার ডায়েরি নং- ৬৮৭।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবাররা ন্যায় বিচার পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
News Desk/ WE