মো. রুম্মান হাওলাদার, পিরোজপুর:
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিজয় দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও পিরোজপুর জেলা আ.লীগ সদস্য তাজউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার শ্রমিক লীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা শ্রমিক লীগ সভাপতি ফরিদ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা শাকিল আহম্মেদ নওরোজ, শ্রমিক লীগ নেতা জসিম মৃধা, যুবলীগ নেতা ফয়সাল আহম্মেদ, রামিম আহম্মেদ, শ্রমিক লীগ নেতা নাসির জমাদ্দার, শাহীন খান, ইসমাইল হোসেন ও আলভী আলামিন প্রমূখ।
প্রধান অতিথি তাজউদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক দেশে সকলের রাজনীতি করার অধিকার রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গণতন্ত্রে বিশ্বাসী রাজনীতির নামে কেউ বিশৃঙ্খলা সৃস্টি করলে ছাড় দেয়া হবে না। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকার কারনে দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে তখন বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। এরা আন্দোলনের নামে পূর্বের মতো দেশের সম্পদ ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। বিগত দিনগুলোতে রাজনীতির নামে এই বিএনপি-জামায়াত বোমা মেরে মানুষ হত্যা করেছে। তিনি সারাদেশের আ.লীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মিদের সজাগ থাকার পরামর্শ দেন।