মো. রুম্মান হাওলাদার, পিরোজপুরঃ
মঠবাড়িয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা মো. রফিকুজ্জামান আবিরের মাতা অবসরপ্রাপ্ত শিক্ষিকা রোকসানা বেগমের (৭১) দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৯টায় মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা এবং বেলা ১১ টায় বেতমোড় ইউনিয়নে তার নিজ গ্রামে দ্বিতীয় জানাজা নামাজ শেষে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ-আলম দুলাল, মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিম- উল-হল, সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল অমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ-সভাপতি আরিফ-উল-হক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল, টিকিকাটা ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মাধ্যমিক শিক্ষিক সমিতির সভাপতি এম.এ কুদ্দুস, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, সাধারণ সম্পাদক রোকনুজ্জামন শরীফ, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হাওলাদার, উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক হারুন-অর-রশীদ, ওর্য়াড কমিশনার মতিউর রহমান মিলন সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন ৷
উল্লেখ্য, রফিকুজ্জামান আবিরের মাতা চিকিৎসাধীন অবস্থায় ভারতে একটি হাসপাতালে গত রোববার (২১ আগস্ট) সকাল ১০ টায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি-ওয়া-ইন্না-ইলাহি রজিউন )। ২৪ আগস্ট সন্ধ্যায় ভারত থেকে মৃত্যুদেহ দেশে আসার পর আজ ২৫ আগস্ট তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৭১ বছর। তিনি পৌর শহরের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে সুনামের সাথে দীর্ঘদিন শিক্ষাগত পেশায় জড়িত ছিলেন। অবসরের পরবর্তী সময়ে বার্ধক্যজনিত সহ নানা শারিরীক জটিলতা ভুগছিলেন। গত ২ মাস ধরে ভারতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিনি স্বামী,২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
News Desk/ WE