মো. রুম্মান হাওলাদার, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সামাজিক ধর্মীয় এবং মানবতার কল্যাণের মূল্যবোধকে কাজে লাগিয়ে সুস্থ সমাজ ব্যবস্থা গঠনে ধর্মীয় প্রতিষ্ঠানালয় পবিত্র গ্রন্থ আল-কোরআন মাজীদ বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে স্থানীয় ক্যাফে আড্ডায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “নিরাপদ” এর উদ্যোগে বিভিন্ন এতিমখানা, হেফজখানা ও মাদ্রাসায় পবিত্র এ গ্রন্থ বিতরণ করা হয়। সুস্থ ও সুন্দর সমাজ ব্যবস্থাপনায় ও পরকালীন কল্যাণের আশায় পবিত্র গ্রন্থ কোরআন মাজীদ বিতরণের এমন উদ্যোগ সর্ব মহলে প্রশংসা কুড়িয়েছ।
নিরাপদ সংগঠনের মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন হাওলাদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শাহ্ আলম শিকদারের সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা সিদ্দিকুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিন বন্দর জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা শাহ্ জালাল।
এসময় বক্তারা বলেন এ সংগঠনের প্রতিটি কর্মসূচীই নান্দনিক। একটি বাসযোগ্য মানবিক সমাজব্যবস্থায় ধর্মীয় শিক্ষা খুবই প্রয়োজন। পবিত্র গ্রন্থ আল-কোরআনের বানি মনে ও প্রাণে ধারণ করলে আলোকিত হবে সমাজ। যে আলো কখনো নিভে যাবেনা। এ আলো পরিবার থেকে শুরু করে সমাজকে আলোকিত করবে। এছাড়া মানব সেবায় ইহকাল এবং পরকালের উপকারিতা বয়ে আনবে এ পবিত্র গ্রন্থ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মঠবাড়িয়ার বিভিন্ন ইউনিয়নের মাদ্রাসার শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সুধীজন।
সংগঠনের প্রেসিডিয়াম সদস্য দক্ষিন আফ্রিকা প্রবাসী হাসিব খান তার মুঠোফোনে জানান, নিরাপদ সংগঠন অরাজনৈতিক মানুষের সেবার নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। প্রবাসে অবস্থানরত মঠবাড়িয়ার তরুণ-যুব সমাজের উদ্যোগে সমাজ সেবায়, নিরাপদ সংগঠনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি করা হয়।
এবারের কর্মসূচি ছিলো মঠবাড়িয়ার বিভিন্ন এতিমখানা, হেফজখানা, হাফিজিয়া মাদ্রাসায় কোরআন মাজীদ বিতরণ করা। অত্র কর্মসূচিতে যারা সময়, শ্রম মেধা ও আর্থিকভাবে সহযোগিতা করছেন তাদের প্রতি ধন্যবাদ জানাই। সকলের দোয়া ও ভালোবাসায় নিরাপদ সংগঠন আরো সমাজ সেবামূলক কাজ করবেবলে আমরা আশারাখি।
উল্লেখ্য, নিরাপদ সংগঠন দীর্ঘ বছর যাবৎ মানব সেবায়, সমাজ সেবায় বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে।
News Desk/ WE