1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা - mailAsia.News
শনিবার, ১৮ মার্চ ২০২৩, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

সংবাদদাতা
  • আপলোড এর সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৩ বার দেথা হয়েছে

 

মো. রুম্মান হাওলাদার, পিরোজপুর প্রতিনিধিঃ
জেলা পরিষদ নির্বাচনে পিরোজপুর জেলায় আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী সালমা রহমান হ্যাপিকে বিজয়ী করতে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি একেএম এ আউয়াল।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত সহ ১১ ইউনিয়নের জনপ্রতিনিধি এবং দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না,সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুর রহমান, যুবলীগ নেতা জাকির হোসেন দর্জি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি চঞ্চল কর্মকার, সাংবাদিক জাহিদ উদ্দিন পলাশ প্রমুখ।

এ সময় বক্তারা ১৭ অক্টোবর আসন্ন জেলা পরিষদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী পিরোজপুর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপীকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, একটি মহল দলীয় প্রার্থীকে হারাতে রাতের আধাঁরে ষড়যন্ত্র শুরু করেছে। ১৭ অক্টোবর সালমান রহমান হ্যাপীকে বিজয়ী করার মাধ্যমে ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দিতে হবে।

 

News Desk/ WE

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD