1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
মঠবাড়িয়ায় ৩০টাকা দরে ওএমএস কার্যক্রমের চাল বিক্রয় শুরু - mailAsia.News
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

মঠবাড়িয়ায় ৩০টাকা দরে ওএমএস কার্যক্রমের চাল বিক্রয় শুরু

সংবাদদাতা
  • আপলোড এর সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৬ বার দেথা হয়েছে

 

মো. রুম্মান হাওরাদার, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় খোলা বাজার বিক্রি কার্যক্রম (ওএমএস)-এ ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের ৪টি স্থানে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ।

বাজার স্থিতি রাখতে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে ডিলারের মাধ্যমে আজ থেকে এ বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ৫ মাস পর্যন্ত। এ কর্মসূচীত আওতায় একজন গ্রাহক প্রতিমাসে মাসে ৫ কেজি করে সর্বোচ্চ দুই বার চাল ক্রয়ের সুযোগ পাবে। ক্রেতাদের জন্য দুইটি আলাদা আলাদা লাইন থাকবে।

একটি লাইনে সাধারণ ক্রেতা এবং অন্যটিতে টিসিবি’র কার্ডধারীদের জন্য। উভয়ে আলাদা আলাদা লাইনে দাঁড়িয়ে চাল ক্রয়ের সুযোগ পাবে। তবে সাধারণ ক্রেতাদের অবশ্যই ভোটার আইডি কার্ডের ফটোকপি সাথে নিয়ে আসতে হবে। সেটার ওপর তারিখ ও সিল দেয়া থাকবে যাতে কেউ যেন ওএমএস কেন্দ্রগুলো থেকে বার বার চাল ক্রয়করে সাধারণ বাজারে বিক্রি করতে না পারে।

এসময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, উপজেলা খাদ্য কর্মকর্তা সঞ্জিত চাকমা, খাদ্য পরিদর্শক মো. জলিল শিকদার, তদরকি কর্মকর্তা মো. গোলাম হায়দার, মো. নজরুল ইসলাম. মো. শফিকুল আলম, মো. শাহ আজম, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক জামাল এইচ আকন, জুলফিকার আমীন সোহেল, উপজেলা যুবলীগ সহ-সভাপতি আরিফুর ইসলাম সোহাগ, ওএমএস ডিলার আঃ মালেক, প্রভাত প্রিন্স, সহিদ বেপারী, মো. ছগির মল্লিক প্রমুখ।

News Desk/ WE

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD