উপজেলা করেসপন্ডেন্ট পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় ইয়াবা দিয়ে ফাঁসানো ও মামলা দিয়ে হয়রানিসহ ন্যায় বিচারের দাবিতে কোস্টগার্ডের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে।
আজ শনিবার (২৭ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার কাকচিড়া ইউনিয়নের জালিয়াঘাটা গ্রামের ভুক্তভোগী হাবিবের বাড়ির সামনে প্রায় দুই শতাধিক লোক এ মানববন্ধন করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২৫ আগস্ট)কোস্টগার্ডের দক্ষিন জোনের পাথরঘাটা ষ্টেশনের কোস্টগার্ড সদস্যরা জালিয়াঘাটা থেকে ৮৮৭ পিস ইয়াবা সহ হাবিবুর রহমান নামে এক যুবককে আটক করে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কাকচিড়া ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু, কাকচিড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফারুক হোসেন, স্থানীয় বাসিন্দা শাহ আলম হাওলাদার, শারমিন বেগম, হারুন খান প্রমুখ।
বক্তারা বলেন, হাবিব স্থানীয় একজন ভালো মানুষ হিসেবে সবাই জানি। মাদকদ্রব্য বিক্রি, মাদক সেবন এ রকমের কোন অভিযোগ তার বিরুদ্ধে ছিল না। কোস্টগার্ডের সোর্সের মাধ্যমে অসহায় ও নিরীহ মানুষ ফাঁসানো হচ্ছে। কোস্টগার্ডের স্থানীয় সোর্সের সাথে পূর্ব শত্রুতার জের থাকলে ফাঁসিয়ে দেয়।
তারা আরও বলেন, এর আগেও অনেককেই মাদক দিয়ে ফাসিয়েছে স্থানীয় সহজ সরল মানুষদের।
কাকচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু বলেন, সত্যিকারের অপরাধি আইনের আওতায় আসুক আমরা চাই। তবে নিরীহ মানুষদের এভাবে যারা ফাঁসিয়ে দিয়েছে তাদেরও দৃস্তান্তমুলক শাস্তি দাবি করছি।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে.এম.শাফিউল কিঞ্জলের সরকারি মুঠোফোনে কল করা হলে রিসিভ না করায় পরে মিডিয়া সেলের নম্বরে কল করা হলে নাম প্রকাশ না করে এক কর্মকর্তা বলেন, এ মানববন্ধনের বিষয় আমরা অবগত নই। এরকমের অভিযোগ সম্পুর্ন মিথ্যা। তিনি মিডিয়া কর্মকর্তার সাথে পরে কথা বলিয়ে দিবেন বলে ফোন কেটে দেন।
News Desk/ WE