লালমনিরহাটঃ পাটগ্রাম উপজেলার সর্বজন সুধীসমাজের সম্মানিত ব্যক্তি শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীর নির্মম হত্যার প্রতিবাদে পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী’রা মানববন্ধনে অংশ গ্রহন করে।
গত ২০ জানুয়ারি নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের হাতে নির্মম ভাবে খুন হোন এম ওয়াজেদ আলী। পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন মৃতের ছোট ছেলে,মামলা নং -১৪। উক্ত মামলার অভিযুক্ত প্রধান আসামি নাহিদুজ্জামান প্রধান বাবুকে সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেন অফিসার্স ইনচার্জ ওমর ফারুক ও ওসি(তদন্ত) আবদুল মুত্তালিব এর নেতৃত্ব ১০ সদস্যের একটি টিম।
গত ২১ জানুয়ারি তারিখ হতে পাটগ্রাম উপজেলার সকল শ্রেনী পেশার মানুষের বিক্ষোভ প্রতিবাদ ও নিন্দা চলমান রয়েছে।তারই ধারাবাহিকতায় চলমান কর্মসূচির আওতায় আজ বুড়িমারী-চ্যাংড়াবান্ধা স্থলবন্দর হতে বাউড়া পর্যন্ত উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা মানববন্ধনে অংশ গ্রহন করেন উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন শুভ ও সাধারণ সম্পাদক নাজমুল নিরব জানান, বীরমুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীর খুনিদের ফাসিসহ এ খুনের মদদদাতাদের সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়ে আরও বলেন এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে শান্তিপ্রিয় পাটগ্রামের মাটিতে।পাটগ্রাম মহিলা কলেজের শিক্ষক ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ -সভাপতি সাদেকুল ইসলাম সজীব বলেন- আমরা পাটগ্রামের শান্ত ও শান্তিপ্রিয় মানুষ,আমরা বীরমুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীর খুনিদের ফাসির দাবীতে ও মদদদাতাদের গ্রেফতারের দাবীতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের নিয়ে মানববন্ধনে অংশ গ্রহন করি,কর্মসূচী চলমান থাকবে এমনটাও জানান তিনি।
তবে শিক্ষার্থীরা জানান একজন বীরমুক্তিযোদ্ধা ও শিক্ষক এর মৃত্যুটা আমাদের হতাশ করেছে,আমরা খুনির ফাঁসির দাবিতে আজ মানববন্ধনে অংশগ্রহন করি।
এই হত্যায় উপজেলার সকল পর্যায়ের মানুষ রাস্তায় নেমে এসেছেন প্রতিবাদ বিক্ষোভ নিন্দা ও মানববন্ধনসহ হরতালের মত কর্মসূচিতে।সকলের দাবী একটাই খুনির ফাঁসি ও মদদদাতাদের গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তির।
এবি