1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
রোহিঙ্গা সংকট সমাধানে ১৪ দেশের দূতাবাস ও হাইকমিশনের অঙ্গীকার - mailAsia.News
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

রোহিঙ্গা সংকট সমাধানে ১৪ দেশের দূতাবাস ও হাইকমিশনের অঙ্গীকার

সংবাদদাতা
  • আপলোড এর সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১০৯ বার দেথা হয়েছে

 

রোহিঙ্গা সংকট সমাধানে ১৪টি দেশের দূতাবাস ও হাইকমিশন রোহিঙ্গা সংকট সমাধানে চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) রোহিঙ্গা সংকটে ৫ বছর পূর্তিতে দেশগুলো এক বিবৃতিতে এমন অঙ্গীকার করেছে।

বিবৃতিতে বলা হয়, ৫ বছর পর আমরা ২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরের ভয়ঙ্কর ঘটনা স্মরণ করছি। প্রায় ৮ লাখ রোহিঙ্গাকে মিয়ানমার থেকে তাদের বাড়ি ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য করেছিল।

বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণের প্রতি তাদের উদারতা এবং রোহিঙ্গা শরণার্থীদের অব্যাহত আশ্রয় দেওয়ার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা, সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকার, জাতিসংঘ এবং আন্তর্জাতিক ও জাতীয় অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাব।

বিবৃতিদাতা দূতাবাস ও হাইকমিশনগুলো হলো-

অস্ট্রেলিয়ান হাইকমিশন, ইউরোপীয় ইউনিয়ন, ইতালির দূতাবাস, কানাডার হাইকমিশন, ব্রিটিশ হাইকমিশন, ডেনমার্কের দূতাবাস, ফ্রান্স দূতাবাস, জার্মান দূতাবাস, নেদারল্যান্ডস দূতাবাস, নরওয়ের দূতাবাস, স্পেনের দূতাবাস, সুইডেনের দূতাবাস, সুইজারল্যান্ডের দূতাবাস ও মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস।

News Desk/SH

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD