মাজাহারুল ইসলাম মামুন, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় ইব্রাহিম হোসেন নামে একজন বীর মুক্তিযোদ্ধাকে মারধর করা হয়েছে।
গতকাল শনিবার রাতে হাতীবান্ধা পেট্রোল পাম্পের দক্ষিন পাশে ঢাকাইয়া হোটেলে পাওনা টাকা চাইতে গেলে তাকে মারধর করা হয় এমন অভিযোগ ওই বীর মুক্তিযোদ্ধার।
বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন জানান, ঢাকাইয়া নামক ওই হোটেলে তিনি পেঁপে বিক্রি করেছেন। সেই পেঁপে বিক্রির ২ শত টাকা চাইতে গেলে অহেতু তার সাথে বাক-বিতন্ডা শুরু করে হোটেলের মালিক ও হোটেলের শ্রমিকরা।
এক পর্যায়ে তাকে মারধর করেন বাচ্চু, জহরুল, ইউনুস, এয়াকুপু, ইয়াসিনসহ কয়েকজন।
পরে স্থানীয় লোকজন ওই বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং ৩ জনকে গ্রেফতার করেছেন পুলিশ।