1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
লালমনিরহাটে পারিবারিক কলহের জেরে বৃদ্ধা নিহত, আটক ১ - mailAsia.News
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

লালমনিরহাটে পারিবারিক কলহের জেরে বৃদ্ধা নিহত, আটক ১

জেলা প্রতিনিধি, লালমনিরহাটঃ
  • আপলোড এর সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮ বার দেথা হয়েছে

লালমনিরহাটঃ লালমনিরহাটের আদিতমারীতে পারিবারিক কলহের জেরে ৫৫ বছর বয়সী জাহানারা নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে।এ ঘটনায় মৃত বৃদ্ধার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বুধবার(১৫ জানুয়ারী সকাল অনুমান ৮ টার দিকে উপজেলার সারপুকুর তেলিটারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহানারা ঐ এলাকার মতিয়ার রহমান কাছুর(৬০) স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়,আজ সকালে স্বামী স্ত্রীর মাঝে তামাক রোদে শুকাতে দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়।পরে স্বামী কাছু স্ত্রী জাহানারাকে একটি থাপ্পড় দেয়।সে রাগে স্ত্রী বাহওরে বাহিরে রাস্তায় বের হয়।পরে সেখানেই তার মৃত্যু হয়। নিহতের মেয়ে জানান,সকালে তামাক রোদে শুকাতে দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়েছিলো তার মা বাবার। পরে তার মা বাড়ির বাহির বের হয়।কিন্তু কিছুক্ষণ পর সে জানতে পারে মা জাহানারা মারা গেছে। স্থানীয় বাসিন্দা রাজু মিয়া জানান, শুনলাম তামাক শুকানোকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়েছিলো। সেসময় স্ত্রী স্বামীকে আঙ্গুল তুলে কথা বলায় স্বামী তাকে থাপ্পড় দিলে অন্যত্র সরে যায়। এর কিছুক্ষণ পর ওই মহিলা মারা যায়। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে আদিতমারী থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান,খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো।এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণের জন্য প্রস্তুতি চলছে।সকালে স্বামী ও নিহত স্ত্রীর মধ্যে ঝগড়ার কথা শুনেছি।জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মতিয়ার রহমান কাছুকে আটক করা হয়েছে।

 এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD