1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত - mailAsia.News
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

সংবাদদাতা
  • আপলোড এর সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৫৩ বার দেথা হয়েছে
মাজাহারুল ইসলাম মামুন, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ গুলিতে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ওই ব্যক্তির নামে শাহাদৎ হোসেন (২৮)। নিহত শাহাদৎ ওই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট গ্রামের গাইবান্ধাপাড়ায় ইদ্রিস আলীর ছেলে পুত্র বলে জানা গেছে ।
এলাকাবাসি জানায়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোরে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশি গরু পারাপারকারীদের একটি দল জগতবেড় সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ৭-৮ নম্বর সাব পিলারের নিকট দিয়ে গরু পার করতে থাকে। এ সময় ভারতের কুচবিহার জেলার মাথাভাঙা থানার আশোকবাড়ি গ্রামের মেডিকেলবাড়ী সেতু এলাকা সীমান্তে ১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের চুয়াঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি ছুড়ে। এতে বুকে গুলি বিদ্ধ হয়ে ভারতের অভ্যন্তরের ঘটনাস্থলে শাহাদৎ হোসেনের মৃত্যু হয়। নিহতের লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে।
শাহাদৎ হোসেনের বাবা ইদ্রিস আলী (৫০) জানান, ‘ভারতীয় বিএসএফের গুলিতে আমার ছেলে শাহাদৎ মারা গেছে। ছবিতে দেখেছি বুকে গুলি লেগেছে। আমার ছেলে গত ৩ বছর আগে বিয়ে করে। তাঁর একটি দেড় বছর বয়সের ছেলে সন্তান রয়েছে।’
এ ব্যাপারে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, ‘সীমান্ত পিলার হতে ১২০ গজ ভারতের ভেতরে পড়ে থাকা একটা লাশের ব্যাপারে সীমান্তে দায়িত্বরত বিজিবির টহল দল তাঁদেরকে (বিএসএফকে) জানায়। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD