মাজাহারুল ইসলাম মামুন, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুমকি রানী (২৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে ওই উপজেলার পুর্ব নওদাবাস এলাকায় এ ঘটনা ঘটে। ঝুমকি রানী ওই এলাকার মিনাল রায়ের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয়রা বলে, বাড়ির পাশে বিদ্যুৎতের লোকাল লাইনের তার ছিড়ে পড়ে। ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুমকি রানী গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের চিকিৎসক ডা: ধিমান রায় মৃত্যু বলে ঘোষনা করেন।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।