1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
শমিনায় দেবশিল্পী বিশ্বকর্মা পূঁজা অনুষ্ঠিত - mailAsia.News
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

শমিনায় দেবশিল্পী বিশ্বকর্মা পূঁজা অনুষ্ঠিত

সংবাদদাতা
  • আপলোড এর সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৭ বার দেথা হয়েছে

 

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা(পটুয়াখালী) সংবাদদাতা:
বিশ্বকর্মা পূঁজার মধ্য দিয়ে শেষ হচ্ছে ভাদ্র মাস। সারা দেশের ন্যায় পটুয়াখালীর দশমিনায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা দেবশিল্পী বিশ্বকর্মার আশিস কামনায় এ পূঁজা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে উপজেলার নলখোলা সর্বজনীন মন্দির মন্ডপে, ব্যবসা প্রতিষ্ঠানসহ বাসা বাড়িতে এ বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। এতে সকাল থেকেই ব্যবসায়ী-সেলুন সমিতির প্রতিটি দোকান মালিক, কর্মচারী ও তাদের পরিবার পরিজন পূজায় অংশ নেন।

পঞ্জিকা মতে বাংলা ভাদ্র মাসের শেষ দিন এ পূজা অনুষ্ঠিত হয়। ভোর থেকেই শুরু হয় দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা। এক দিনের এই পূঁজাকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের ঘরে ঘরে আনন্দ। অস্ত্র ও নির্মাণের দেবতা বিশ্বকর্মা। কলকারখানা থেকে কারিগরি প্রতিষ্ঠানে বিশ্বকর্মা পূঁজোর আনন্দ সর্বত্রই। একই সঙ্গে পাড়া-মহল্লার মোড়েও এখন বিশ্বকর্মার আরাধনা। খাওয়া-দাওয়া, গান বাজনা তো আছেই। সবমিলিয়ে নিখাদ অবসর যাপন। যদিও বাজার খুব একটি স্বস্তি দিচ্ছে না, সাধারণ মানুষকে। তবুও বিশ্বকর্মা পুঁজোর আনন্দে শামিল বাঙালি।

এছাড়াও বিশ্বকর্মা ঠাকুরের বিপুল সংখ্যক ভক্তরাও এ পূঁজায় অংশ গ্রহণ করেন। সকাল থেকে বিশ্বকর্মা দেবতার অনুসরণে অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ করা হয়। সেলুন ব্যবসায়ী সংকর চন্দ্র শীল ও কর্মকার ব্যবসায়ী গৌরাঙ্গ চন্দ্র জানান, সেলুন সমিতি ও কর্মকারদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়।

News Desk/ WE

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD