বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্দোগে “চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের সহযোগীতায় সমাজকর্ম দিবস উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
সকাল ১১ টায় রেলী শেষে জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম। দিবসের বিষয়বস্তু ভিত্তিক ধারণা শিশু সু-রক্ষা আইন,পারিবারিক ও সামাজিক ভাবে শিশু নির্যাতন বন্ধে করণীয় বিষয় সমাজ সেবা বিভাগ ও সমাজ সেবকদের করণীয় বিষয় উপস্হাপন করেন, ইউনিসেফ বরিশাল বিভাগীয় প্রতিনিধি আঃ জলিল।
আলোচনায় অংশ গ্রহন করেন, নির্বাহী মেজিস্টেট তানভীর আহমেদ, সমাজসেবা কর্মকর্তা, ইউসুফ আলী, মুক্তিযোদ্ধা আঃ রশিদ, আঃ মোতালেব মৃধা, সমাজ সেবক জাকির হোসেন মিরাজ, সাংবাদিক আঃ জাফর সালেহ ,শহর সমাজসেবা কর্মকর্তা লায়লা আন্জুমানায়া, সমাজসেবক, রণি প্রমূখ।