1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
সরকারী ছুটির দ্বিতীয় দিনেও কুয়াকাটা সৈকতে হাজারো পর্যটকের উন্মাদনা - mailAsia.News
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

সরকারী ছুটির দ্বিতীয় দিনেও কুয়াকাটা সৈকতে হাজারো পর্যটকের উন্মাদনা

সংবাদদাতা
  • আপলোড এর সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৪২ বার দেথা হয়েছে

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

বইছে দখিনের মৃদু শিতল হাওলা। হালকা কুয়াশায় ঘেরা চারিদিক। এর মধ্যেও থেমে নেই পর্যটকরা। কেউ সমুদ্রে সাতার কাটছেন, কেউ ঘুরছেন ঘোড়ায় চরে, কেউ সৈকতের সাউন্ড বক্স বাজিয়ে নাচে গানে মেতে উঠেছেন। কেউ বা আবার ফুট বল নিয়ে খেলা করছেন বালিয়ারীতে। কেউ কেউ সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। বড় দিনসহ সাপ্তাহিক ৩ দিনের সরকারী ছুটির দ্বিতীয় দিন শনিবার সাগরকন্য কুয়াকাটায় আগমন ঘটেছে হাজারো পর্যটকের। হোটেল মোটেলের রুমও রয়েছে বুকিং। পর্যটকরা এভাবেই সৈকতের বালিয়াড়িতে উন্মাদনায় মেতেছেন।

পর্যটকের এমন ভীড়ে প্রানচাঞ্চল্য হয়ে উঠেছে ব্যবসা প্রতষ্ঠানগুলো। তবে খাবার মূল্য ও হোটেল ভাড়া বেশি রাখা হচ্ছে বলে অভিযোগ তাদের।এদিকে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় পর্যটন স্পটগুলোতে মোতায়েন রয়েছে মহিপুর থানা পুলিশ, ট্যুরিষ্ট পুলিশ ও নৌ-পুলিশের সদস্য।

সৈকত ঘুরে দেখা গেছে, কুয়াকাটার জিরো পয়েন্টের পশ্চিম প্রান্তের লেম্বুরচর এবং পূর্ব প্রান্তের গঙ্গামতি সৈকত পর্যন্ত আগত পর্যটকদের পদচারনায় এখন মুখরিত। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই কুয়াকাটায় পর্যটকদের ব্যাপক চাপ রয়েছে। এদিকে পর্যটকরা রুম বুকিং না দিয়ে কুয়াকাটায় আসলে এক শ্রেনীর অসাধু হোটেল ব্যবসায়িরা অতিরিক্ত ভাড়া আদায় করছে। আর যারা অগ্রীম বুকিং দিয়ে আসে তাদের এই সমস্যায় পড়তে হয় না এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।
পর্যটক বলেছেন, এর আগে ফেরি পার হয়ে কুয়াকাটায় আসতে হতো। তখন অনেক বিলম্বনার শিকার হতে হয়েছে। এবারে মাত্র ৬ ঘন্টায় কুয়াকাটা আসতে পেরেছেন তারা।

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের কুটুম’র সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর সাপ্তাহিক ছুটিসহ সরকারি ছুটির দিনগুলোতে পর্যটকের আগমন বেশি হচ্ছে। তবে বড় দিনসহ সাপ্তাহিক ৩ দিনের ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় ঢল নেমেছে দেশি বিদেশি পর্যটকদের।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, আগত সকল পর্যটকদের সার্বিক নিরাপত্তা মুলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। দর্শনীয় স্থানগুলোতে সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশ নিয়োজিত রয়েছে।

মহিপর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, তিন দিনের ছুটিতে পর্যটকের সেবায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD