1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
সাংবাদিক নূরুজ্জামান মামুনকে জীবন নাশের হুমকি - mailAsia.News
শনিবার, ১৮ মার্চ ২০২৩, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

সাংবাদিক নূরুজ্জামান মামুনকে জীবন নাশের হুমকি

সংবাদদাতা
  • আপলোড এর সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৫৩ বার দেথা হয়েছে

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
শিক্ষাবিট সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইরাব) সহসভাপতি মো.নূরুজ্জামান মামুনকে প্রান নাশের হুমকি দেয়া হয়েছে।

গত  মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে একটি রবি নম্বরের মুঠোফোন থেকে তাকে  হুমকি দেয়া হয়। এ ঘটনায় সাংবাদিক নূরুজ্জামান মামুন ওই রাতে নিরাপত্তা চেয়ে পটুয়াখালীর কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নূরুজ্জামান মামুন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আজকালের খবর পত্রিকায় নিজস্ব প্রতিনিধি হিসেবে ঢাকা অফিসে কর্মরত রয়েছেন।

নূরুজ্জামান মামুন বলেন, গত ১২ ডিসেম্বর তিনি পারিবারিক কাজের জন্য বাড়িতে এসেছেন। কলাপাড়া পৌর শহরের বাড়িতে অবস্থানকালীন সময় মঙ্গলবার বিকেল পৌনে চারটার সময় হঠাৎ একটি রবি নম্বর থেকে তার মুঠোফোনে কল আসে। কলটি ধরতেই অপর প্রান্ত থেকে তাকে গালমন্দ করা হয় এবং জীবন নাশের হুমকি দেয়া হয়। হুমকি দাতা ব্যক্তি তার হাত-পা কেটে পরিবারসহ গুম করে ফেলার কথা বলেন।

এ দিকে সাংবাদিক  নূরুজ্জামান মামুনকে জীবন নাশের হুমকি দেয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইরাব) ,কলাপাড়া প্রেসক্লাব,  রিপোর্টর্স ক্লাব সহ বিভিন্ন সংগঠন।

ওইসব সংগঠনের নেতৃবৃন্দ এ ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আইনশৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গের প্রতি অনুরোধ জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD