1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরগুনায় ভারী বৃষ্টি - mailAsia.News
রবিবার, ১৯ মার্চ ২০২৩, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরগুনায় ভারী বৃষ্টি

সংবাদদাতা
  • আপলোড এর সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৯ বার দেথা হয়েছে

 

বরগুনা প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আকাশে ঘন মেঘের সৃষ্টি হয়ে ভারী বৃষ্টি হচ্ছে। একইসঙ্গে পূর্ণিমার প্রভাব থাকায় বিষখালী ও পায়রা নদীতে পানি বেড়ে বিপৎসীমার ওপর প্রবাহিত হচ্ছে। রোববার থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত সূর্যের আলোর দেখা মেলেনি বরগুনায়।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে এখন পর্যন্ত হচ্ছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ ফুটের বেশি জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে।

বৃষ্টিতে আটকা পড়েছেন বরগুনা পৌরসভার পাশে ইলিয়াস বলেন, সকাল থেকে বৃষ্টির কারণে অফিসে যেতে পারিনি। রাতে বাড়ি যেতে পারবো কিনা জানি না। বৃষ্টির কারণে নিম্ন আয়ের মানুষের বেশি ক্ষতি হচ্ছে। তারা এক প্রকার কর্মহীন হয়ে পড়েছেন গত দুইদিন ধরে।

আয়লা পতাকাটা ইউনিয়নের খবির মুন্সী বলেন, বেড়াতে গিয়েছিলাম নদীরপাড় এলাকায়। বৃষ্টির কারণে তাড়াতাড়ি ফিরে এসেছি। ওই এলাকার বেড়িবাঁধগুলো ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, স্থল নিম্নচাপের প্রভাবে সমুদ্র বন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে পূর্ণিমা ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

অন্যদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

News Desk/ WE

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD