‘ইমার্জেন্সি’ ছবিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রনৌত। এই ছবিতে কঙ্গনার ফার্স্ট লুক যখন প্রকাশ্যে আসে, তখন সবাই প্রশংসা করে। এমনকি কঙ্গনাকে দেখতে হুবহু ইন্দিরা গান্ধীর মতো দেখতে লাগছিল। এই ছবির কাহিনি কঙ্গনা নিজে লিখেছেন। এমনকি ‘ইমার্জেন্সি’ ছবির পরিচালনা আর প্রযোজনার দায়িত্বেও ছিলেন তিনি। আর ছবিটি প্রযোজনা করতে গিয়ে টাকার জন্য নিজের সব সম্পত্তি বন্ধক রাখতে হয়েছে তাঁকে।