সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪২৩ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২।
গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়- ১৩ই ফেব্রুয়ারী দুপুর ১ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ১২’র স্পেশাল কোম্পানির চৌকষ অভিযানিক দল সিরাজগঞ্জের রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪২৩ বোতল ফেনসিডিল ও তিনটি মোবাইল ও একটি মোটরসাইকেলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটক মাদক ব্যবসায়ী হলেন, ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার, মোঃ এমদাদুল হক, পিতা মোঃ সাইদুল ইসলাম।
র্যাব-১২’র সিনিয়র সহকারি পুলিশ সুপার, কমান্ডা, মোঃ এরশাদুর রহমান বলেন, আটকৃত আসামীদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে ।
এবি