মাজাহারুল ইসলাম মামুন, হাতীবান্ধা:
লালমনিরহাটের হাতীবান্ধায় প্রায় দুই শতাধিক অসহায় ও মাদ্রাসার শিশুদের নিয়ে নিজের জন্মদিন পালন করেছেন সিন্দুর্ণা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রলীগ সভাপতি প্রার্থী মাহামুদুন্নবী উজ্জ্বল।
রবিবার ৪ সেপ্টেম্বর রাতে মাদ্রাসায়ে নূরে মদিনা জন্মদিন পালন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শিশুদের মাঝে উন্নত খাবার বিতরণের মধ্য দিয়ে জন্মদিনের আনন্দ ভাগ করে নেন। এছাড়াও রাতে স্টেশনসহ উপজেলায় বিভিন্ন স্থানে অসহায় -দুস্থ মানুষের মাঝেও খাবার বিতরণ করেন তিনি।
মাহামুদুন্নবী উজ্জ্বল বলেন, সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে মনের মধ্যে যে আত্মতৃপ্তি পাওয়া যায় তা আসলে অন্য কোথাও নাই। যার জন্য তার এই ব্যতিক্রম আয়োজন। ভবিষ্যতেও তিনি মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার আশা ব্যক্ত করেন।