শাহিনুর ইসলাম প্রান্ত,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পূজা অর্চনা, পূষ্পার্ঘ্য অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রসাদ বিতরনের আয়োজন করা হয়।
এ উপলক্ষে শুক্রবার বিকালে কেন্দ্রীয় মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে হিন্দু সম্প্রদায়ের লোকজন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে কেন্দ্রীয় মন্দিরের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, হাতীবান্ধা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু দিলীপ কুমার সিংহ ও টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হেসেন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইচ চেয়ারম্যান মুক্তি রানী সরকার ।
News Desk/ WE