1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
দুই ভাই-বোনের মৃত্যুর এক দিন পর চলে গেল আরেক বোন - mailAsia.News
রবিবার, ১৯ মার্চ ২০২৩, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

দুই ভাই-বোনের মৃত্যুর এক দিন পর চলে গেল আরেক বোন

সংবাদদাতা
  • আপলোড এর সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৪২ বার দেথা হয়েছে

শরীয়তপুরের জাজিরা উপজেলায় পাশের বাসার ফ্রিজে রাখা বাসি বিরিয়ানি খেয়ে দুই ভাই-বোনের মৃত্যুর পর তাদের বড় বোনও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাথী আক্তার (১৪) নামের ওই কিশোরীর মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে সৌরভ (৬) ও খাদিজা (৫) নামের দুই ভাই–বোন মারা যায়। তারা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারিকান্দি গ্রামের শওকত দেওয়ানের সন্তান। গত মঙ্গলবার দুপুরে পাশের বাসার ফ্রিজে রাখা বাসি বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে তিন ভাই–বোন।

ওই শিশুদের পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, শওকত দেওয়ানের তিন মেয়ে ও দুই ছেলে। মঙ্গলবার দুপুরে প্রতিবেশী রওশন আরা বেগমের ফ্রিজে থাকা বাসি বিরিয়ানি খায় মারা যাওয়া তিন ভাই–বোন ও তাঁদের মা আইরিছ বেগম। এরপর থেকে তাদের পেটে ব্যথা ও বমি হতে থাকে। অসুস্থতা বাড়তে থাকলে চারজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে শিশু সৌরভ, খাদিজা ও তাদের বোন সাথী আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর তাদের মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশু খাদিজা ও সৌরভ মারা যায়। আজ বেলা তিনটার দিকে মৃত্যু হয় সাথী আক্তারের।

মারা যাওয়া তিনজনের ফুফা বাদশা মাদবর প্রথম আলোকে বলেন, ‘ওদের বাবা শওকত দেওয়ান ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কারও সঙ্গে শত্রুতা নেই। এমন মৃত্যু আমরা মানতে পারছি না। কোথা থেকে কী হলো বুঝতে পারছি না। দুই শিশু মারা যাওয়ার পর ওদের বাবা-মা শোকে পাগলপ্রায়। এর মধ্য বড় মেয়ের মৃত্যুর খবর পেলো।’

বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী প্রথম আলোকে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এটি নিয়ে কিছুটা রহস্য দেখা দিয়েছে। তাই ওদের লাশের ময়নাতদন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মারা যাওয়া তিনজনের পরিবার থেকে কোনো অভিযোগ করতে চায়নি। তবে ঘটনাটি এড়িয়ে যাওয়ার নয়। ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন বলেছেন, ‘পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ—যেখানে স্বাধীনতার পক্ষে ও বিপক্ষে শক্তি আছে। পৃথিবীর আর কোথাও এটি পাবেন না। তাহলে আমরা কী রাজনীতি করলাম। ৩০ শতাংশ লোক যদি পাকিস্তানের পক্ষে থাকে, তাহলে কী হলো।’

বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মুনতাসীর মামুন বলেন, ‘আপনারা এখানে যাঁরা আছেন, পাকিস্তান কেমন ছিল আপনারা জানেন। না জানলে যাঁরা জানেন, তাঁদের জিজ্ঞেস করবেন। এ দেশে শেখএই ইতিহাসবিদ আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে যদি সত্যি ভালোবাসেন, আওয়ামী লীগ যা–ই বলুক, আওয়ামী লীগ যা–ই করুক, আপনাকে বলতে হবে, “আমি ধর্মনিরপেক্ষতা মানি।” আওয়ামী লীগ যে কথাই বলুক, “আমি বৈষম্যহীন সমাজ না হলেও বৈষম্য কমার সমাজ চাই, যেটা বঙ্গবন্ধু চেয়েছিলেন।” বঙ্গবন্ধুকে যদি আপনি ধারণ করেন, আপনি বলবেন, “আমি গণতন্ত্র চাই, আওয়ামী লীগ না চাইলেও।” আদর্শ যাঁরা মানবেন, তাঁরাই আওয়ামী লীগ করেন, তাঁরাই বঙ্গবন্ধুকে ধারণ করেন, তাঁরাই শেখ হাসিনাকে ধারণ করেন। নির্বাচন যত সামনে আসবে, ষড়যন্ত্র বাড়বে; হত্যার হুমকি হবে, কিন্তু আপনারা যদি বঙ্গবন্ধুকে বিশ্বাস করেন, শেখ হাসিনার প্রতি আস্থা থাকে, আমি মনে করি, আপনারা যাঁর যাঁর জায়গা

এ সময় প্রধান অতিথির বক্তৃতায় নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক ও সব ধর্ম-বর্ণের মানুষের সম্প্রীতির বাংলাদেশ। সেই বাংলাদেশকে সমৃদ্ধ দেশে পরিণত করতে হলে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর স্বপ্ন লালন করে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যেতে হবে।’

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সহসভাপতি আবুল মনসুর ফকির, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।

সভা শেষে সদর উপজেলা আওয়ামী লীগের অর্থায়নে ১০ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে ১০টি হুইলচেয়ার, ৫টি সেলাই মেশিন, ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই এবং জাতীয় শোক দিবসে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় ১২ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD