1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
আনোয়ারায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, যুবক আটক - mailAsia.News
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

আনোয়ারায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

সংবাদদাতা
  • আপলোড এর সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৪৯ বার দেথা হয়েছে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে সুনীল তাঁর বাড়ির সামনে পুকুরপাড়ে গাছের ডাল কাটছিলেন। এ সময় তাঁর সঙ্গে প্রতিবেশী দিনমজুর পরিমল নাথও কাজ করছিলেন। কিছুক্ষণ পর অপরিচিত এক যুবক এসে তাঁদের সঙ্গে কাজ করতে চান। ভাত ও ১০০ টাকা মজুরির বিনিময়ে ওই যুবক কাজ করার জন্য রাজি হন।

পরিমল নাথ বলেন, ‘আমি ও সুনীল সকালে পুকুরপাড়ে গাছের ডালপালা কাটার কাজ শুরু করি। ওই সময় লোকটি এসে বলে, সেও কাজ করবে। কিছুক্ষণ কাজ করার পর ওই লোকের জন্য ভাত আনতে যাই। ওই সময়ই লোকটি তার হাতে থাকা দা দিয়ে সুনীলের ঘাড়ে কোপ দেয়।’

এদিকে সুনীলকে কোপানোর পর স্থানীয় লোকজন ওই যুবককে ঘিরে ফেলেন। এ সময় তিনি স্থানীয় কয়েকজনকেও আঘাত করেন। পরে স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

বারশত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, সকালে অভিযুক্ত ব্যক্তিকে ধরতে কয়েক শ লোক সেখানে জড়ো হয়েছিল। তখন অপরিচিত ওই লোকের হামলায় তিনিসহ কয়েকজন আহত হয়েছেন।

জানতে চাইলে আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম সরকার বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আটক ব্যক্তি কিছুটা অসংলগ্ন আচরণ করছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পর্যটকবাহী জিপের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে সড়কের বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আহত ওই নারীকে ওই জিপে করেই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ওই নারীর মৃত্যুর পর চালক জিপটি ফেলে পালিয়ে যান। পরে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন পেয়ে পুলিশ জিপ গাড়িটি জব্দ করে। তবে চালককে আটক করা যায়নি।

তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়। এরপর গাড়িচালক কৌশলে ওই নারীকে হাসপাতালে না নেওয়ার জন্য গাড়ি খারাপ হওয়ার অজুহাত দিয়ে হাসপাতালের পার্শ্ববতী কক্সবাজার শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের পাশে গিয়ে গাড়িটি থামিয়ে দেন। পরে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ওই নারীকে হাসপাতালে পাঠান।

একজন পথচারী বিষয়টি লক্ষ করে ৯৯৯–এ ফোন দেন উল্লেখ করে পরিদর্শক নুর মোহাম্মদ বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে গাড়িটি জব্দ করে। তবে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD